শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জানুয়ারী ২০২৪ ১৭ : ১৬
বছরের শুরুতেই একের পর এক নক্ষত্রপতন। তিন বছরেরও বেশি ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে রণক্লান্ত শ্রীলা মজুমদার। মৃণাল সেনের ‘মানসকন্যা’ প্রয়াত, খবর ছড়াতেই বাংলা বিনোদন দুনিয়া স্তব্ধ। বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুর আগে দিন দশেকের জন্য চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখনও কেউ ভাবতে পারেনি, তাঁর আয়ু ফুরিয়েছে। খবর ছড়াতেই শোকস্তব্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্রীলা তাঁর দীর্ঘদিনের ‘কাছের মানুষ’। একই ভাবে শোকস্তব্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রসেনজিৎ শুটের কারণে শহরের বাইরে। সেখান থেকেই আজকাল ডট ইনকে বলেছেন, ‘‘জানতাম শ্রীলা অসুস্থ। তা বলে এই খবরটা সত্যিই আশা করিনি। আমার একজন খুব ভাল বন্ধু চলে গেল।’’
তাঁর কথায়, ‘‘আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। অনেক বছরের সম্পর্ক আমাদের। অসম্ভব ভাল অভিনেত্রী। অনেকগুলো ভাল ছবি ওঁর ঝুলিতে। মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত হয়ে হিন্দি ছবির দুনিয়াতেও ওঁর অবদান মনে রাখার মতো। পর্দায় শ্রীলা আমার দিদির চরিত্রে অভিনয় করেছেন। মঞ্চেও আমরা একসঙ্গে নাটক করেছি। বন্ধুকে হারানোর শোক যে কী ভীষণ, সেটা যিনি ভোগ করেন একমাত্র তিনিই জানেন।’’ বুম্বাদার আফসোস, তিনি শহরে থাকলেন শেষবারের মতো একবার দেখতে যেতেন। তাঁর কাছে আপাতত এটা সান্ত্বনা, শ্রীলা বেঁচে থাকবেন তাঁর কাজে। ওঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন। প্রয়াত অভিনেত্রীর আত্মরা শান্তি কামনা করেছেন।
প্রবীণ অভিনেত্রীর প্রয়াণের খবরে সাময়িক স্তব্ধ কৌশিক গঙ্গোপাধ্যায়ও। মৃণাল সেনের শতবর্ষ উপলক্ষে তিনি ‘খারিজ’ ছবির অনুপ্রেরণায় ‘পালান’ ছবিটি বানিয়েছেন। আগের ছবিতেও শ্রীলা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিতেও তাই। কৌশিক সেকথার উল্লেখ করে বলেছেন, ‘‘এ এক আশ্চর্য সমাপতন। যে পরিচালকের হাত ধরে অভিনয় জীবন শুরু তাঁরই জন্য বানানো ছবি দিয়ে থামলেন শ্রীলাদি।’’ এও জানান, ক্যান্সারের মতো রোগ লুকিয়ে তিনি স্বাভাবিক ছন্দে অভিনয় করেছেন। কাউকে একটুও বুঝতে দেননি তাঁর শারীরিক কষ্টের কথা। বাকিদের মতো টানা শুটিং করেছেন।
কৌশিক শ্রীলাকে দু’ভাবে দেখেছেন। অনিকেত চট্টোপাধ্যায়ের ‘শঙ্কর মুদি’তে তাঁর স্ত্রী হয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। ‘পালান’-এ তিনি পরিচালকের ভূমিকায়। কৌশিকের মতে, শ্রীলার সঙ্গে অভিনয় মানে প্রতি পদে ভয়। কারণ, তিনি মারাত্মক বুদ্ধিদীপ্ত অভিনেত্রী। পরিচালনার সময় ক্যামেরায় চোখে রেখে বিভোর হয়ে শ্রীলার অভিনয় দেখতেন। সেই স্মৃতিই তাঁর মনে থেকে যাবে আজীবন।
নানান খবর

নানান খবর

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

ছাত্র, শিল্পী, ব্যবসায়ী না খুনি: ‘দ্য একেন’-এ একেকজন একেক রঙে রাঙানো, কিন্তু কেউই সাদা নয়!

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়